Skip to content

পথের তৃণ – রাজা চক্রবর্তী

তোর যেমন উগ্র মূর্তি স্বভাব,
কালবৈশাখী ঝড় হয়ে আসিস।
আমিও তেমনি জমাট বাধা মেঘ,
বরফ হয়ে মুক্ত ছোটাই ঘাসে।

তোর যেমন খেয়াল খুশি মেজাজ,
যাকে তাকে যা খুশি তা বলিস।
আমার তেমন আগুন জ্বলে মাথায়
ভালোবেসে সহ্য করি সকল।

আমার প্রতি তোর বিরুদ্ধ আচরণ
হঠাৎ তোর উল্টো দিকে হাটা।
আমিও তেমনি ভেজা বিড়াল সেজে
আড়াল করে ঠোঁট ঘষি তোর ঠোঁটে।

তোর যেমন উল্টোপাল্টে খুশি
সন্ধ্যা হলেই বাতাস খোলা চুলে।
আমিও আকাশে কালো মেঘ পুষি
জড়াই তোকে সে সব কথা ভুলে।

তোর যেমন মন খারাপের বাতিক
বিকেল হলেই ভিক্টোরিয়ায় যাওয়া।
এখনো আমি ঘর পড়া সেই প্রেমিক
নির্জনেতে তোকে একটু পাওয়া।

তোর যেমন জাপটে ধরা সোহাগ
ছাড়তে চাস না আমায় কোনদিনও।
আমিও কত অভিমানে পুষে রাখি
বুঝতে দেইনি আমি য়ে পথের তৃণ।

মন্তব্য করুন