Skip to content

নীরার কথা – নিত্যানন্দ ব্যানার্জী

এই মেয়েটি দেখতে ভালো; ওই মেয়েটি লক্ষ্মীটেরা,
হোক না নীরা একটু কালো ; হয়নি আমার ঘরে ফেরা ।
রেস্তোরাঁতে পালং পনির ; ব্যস্ত রাতে কাব্য লেখায়,
মরীচিকার চোখের মণি ; কাঁটাঝোপে বাঁচতে শেখায়।
মেদ জমেনি গায়ে গতরে; নীরা যে স্লিম প্লাস ফ্রি,
খেদ জমেছে তার অন্তরে; হার্টথ্রব যার ক্লাস থ্রী ।
মেঘ জমানো বরফকলে তুবড়ি নাচে বিদ্যাধরী,
অলকাপুরীর কোন অতলে মিছে কাঁদে মনকিন্নরী।
নীরা তো নয় বনলতা ; নয় সে আমার স্নিগ্ধজিতা,
সুনীল আকাশকুসুম কথা; নীরা যে তার প্রেমের চিতা।
মনখারাপী বাদল দিনে যখন শুনি তার আহ্বান,
বাজে আমার মনোবীণে করুণ সুরের গীতবিতান।
চাঁপার বনে মুক্তা খুঁজি; আমায় খোঁজে যুক্তামুখী,
সাগর জলে ঝিনুক বুঝি নীরার মত বেজায় সুখী ।
আকাশ সুনীল সাগর সুনীল নীরাই শুধু ধোঁয়া ধোঁয়া,
বনলতা নীরার যে মিল; দু’জনকেই যায় না ছোঁয়া।
স্নিগ্ধজিতা তবু ভালো ; জড়িয়ে থাকে মনটি ঘেঁষে,
নীরার যতেক মনের কালো  অঙ্গে মাখে ভালবেসে।
ভাবনাগুলো যাচ্ছে বয়ে ঘুম হয় না একটি বছর,
তিন মিনিটের ব্যথা সয়ে নীরা ঘুমায় অষ্টপ্রহর ।

1 thought on “নীরার কথা – নিত্যানন্দ ব্যানার্জী”

মন্তব্য করুন