নীতিবানের অভাব আছে
মাহমুদুল মান্নান তারিফ
০৬ জুন ২০২১
তোমরা কারা এ সমাজ ঝগড়া বাঁধাও জানি,
আমরা যারা নীতি টানি তোমরা ছড়াও গ্লানি।
অনিয়মে তোমরা শুধু সাঁতার কাটতে জানো,
মাঝ দরিয়ায় বোঝাই তরী বৈঠা ছাড়া টানো।
তোমরা জমাও ঘুষের বাজার অবৈধও জেনে,
বৈধতার গান গাই আমরা নাও না তখন মেনে।
পকেট ভরেই বিচার করো অন্যায়ে পা ফেলে,
ন্যায় বিচারে যখন চলি পাঠাও তখন জেলে।
তোমরার আছে অর্থশক্তি নিঃস্ব জনে পিষো,
অর্থে হারেই নিয়ম-কানুন, অর্থ চাবায় বিষও।
গরিব বলে আমরা তো ভাই নরম করি গলা,
যখন অতি কষ্টে বাঁচি তখন খাও দুধ-কলা।
নীতিবানের অভাব আছে এ সমাজের জানা,
চোখ-ইশারায় দেখালেও করবে এসেই মানা।