Skip to content

নিষ্কর্মার স্বার্থপরতা

খাওয়ার সহচর;
গল্পের সহচর;
সুখের সহচর;
চিত্তের, দেহের, বিছানার সহচর অনায়াসে মিলে।

হাহাকারের?
দুঃখের সহচর হয় না;
আত্মারও না;
ভুবনে এ এক বিস্ময়কর অপ্রিয় সত্যের বসবাস।

২৪ ঘন্টা খবর বিডি/জুন ১৫, ২০২০
বাংলা কবিতা, যুক্তরাষ্ট্র/১৩ আগষ্ট, ২০২৪
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

মন্তব্য করুন