Skip to content

নিশ্চুপের নিদান – প্রসূন গোস্বামী

একদা আমি ভ্রমিতেছিলেম গিয়া,
দেখিলাম এক বটবৃক্ষ দাঁড়াইয়া।
তাহার তলে বসি,
ভাবিতেছি নিশি,
“নিশ্চুপের নিদান” আসিবে ধাইয়া।

বৃক্ষের ডালে পেঁচা এক বুড়া,
চক্ষু তার যেন দুটি মড়া।
কহিল সে ধীরে,
কথা অতি ভিড়ে,
“খারাপ দেখিও, তবু রহিও খোঁড়া।”

শুনি আমি চমকাইলাম ভারী,
এ কেমন কথা, অতি ভিখারি!
তবে কি দেখিব,
নীরবে রহিব,
পৃথিবী ডুবিবে ঘোর অন্ধকারে তারি?

তখন কোথা হতে আসিল এক কাক,
ঠোঁটে তার বাঁধা ছিল ছেঁড়া এক চাক।
কহিল সে হেসে,
যেন রস মেশে,
“নিশ্চুপ থাকিলেই বাড়ে পাপের ডাক।”

ভাবিলাম আমি তবে কী করি,
যদি নিশ্চুপে ধ্বংস হয় ধরণি।
তবে উঠো জাগিয়া,
কহো কথা ডাকিয়া,
নহিলে মিলিবে “নিশ্চুপের নিদান” ধ্বনি।

মন্তব্য করুন