Skip to content

নিত্যদিনে লোকায়িত~ মো.ইবাদুল হক পাপ্পু

পৃথিবীর সব মানুষ তোমার আপন হবেনা।
তুমি যাকে ভালোবাসবে সে তোমায় কভু
ভালোবাসবে না।
ধরনীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
তুমি ভালোবাসা ছড়িয়ে দাও।
সত্যের লালনে হও ব্রত
মিথ্যা দিয়ে করোনা কভু বিব্রত;
চক্ষু মেলিয়া মানুষ চিনো,
আপন মন বিলিয়ে দাও অবিরত।
মানুষের ভিতর অমানুষ লুকায়িত।
বড় হতে ছোট হবে,
চেষ্টা কর সাধন হবে;
অবুঝ মনকে বুঝাও তুমি,
ধরণী তোমায় মনে করবে।

মন্তব্য করুন