কড়া নেড়ে
এসেছিলে ফিরে,
চরম উপেক্ষার, মর্মান্তিক ক্ষয়িষ্ণু অন্তরে,
দিনরাত কেটেছিল, ঘূর্ণাবর্তের অসীম গহ্বরে,
কালস্রোতে স্মৃতির পাতায়, কিছু পাতা গেছে ঝরে,
আজ কেন কর আক্ষেপ? বসন্ত জাগ্রত শিয়রে।
জীবনের নীড়ে
সাধের জলসাঘরে,
যদি চাও মুঠো ভরা যোগফল বারেবারে,
তরুণ আদিখ্যেতা, প্রকৃতিকে নেড়েচেড়ে,
নিজেকে বিলিয়ে দিয়ে, বিসর্জিত হও সরোবরে,
নতূন মানসিক জন্ম নাও, নব কলেবরে।
মনের মন্দিরে
নানা উপাচারে,
সাজিয়ে রেখেছ যে অর্ঘ, হৃদয়ের প্রত্যন্ত কুটিরে,
প্রস্তুত করেছ নিজেকে, পুনরায় চিরায়ত সুরে,
প্রাণ ভরে নিয়েছিলে সুবাসিত ঘ্রাণ, প্রবাহী সমীরে,
এই শুভক্ষণে, নিজেকে ভরিয়ে দাও কাঙ্ক্ষিত উপহারে।