সেদিনের সেই চাওয়া-পাওয়া গুলো,
আজ অনেকটাই ফিকে হয়ে গিয়েছে ।
এখন আর সেই উদ্দীপনাও নেই, নেই সেই আনন্দ, নেই সেই উচ্ছ্বাস ।
হয়তো বয়সের ভার, নয়তো মনের বিষন্নতা ।
বয়সের সাথে সাথে মনেরও একটা পরিবর্তন আসে ।
প্রেম এখন আর গলা চেঁচিয়ে বলে না, আগের মত ।
হে.. তুমি কি আমায় ভালোবাসো ?
যদি না বাসো পরোয়া করিনা ।
এ বয়সে প্রেম বলে ।
ভালবাসি গো…ও … তোমায়… বড্ড ভালবাসি…….
প্রেম এখন নিঃশব্দে নিরবে গুটিশুটি হয় মনের কোনে । কিন্তু মন,এখনো সেই শীতের সকালের শিশির ভেজা দূর্বা ঘাসের মতো সবুজ আছে ঠিকই, তবে পাখির বায়ুথলি হারিয়েছে ।
ঘুম ভেঙ্গে বিছানা ছেড়ে উঠেই, ওই দেওয়ালে দিকে তাকিয়ে দেখি, আর ভাবি মাধবীলতা তুমি পঞ্চাশ বছর ধরে ওই দেয়াল টাকে এখনো জড়িয়ে আছো ।
তোমার এত প্রেম কোথা থেকে আসে ?
আমাদের তো সে প্রেম আসে না ।
শীতের রৌদ্রকরোজ্জ্বল সকালে প্রেমের শিশিরবিন্দু গুলো সূর্যের আলো পড়ে দূর্বা ঘাসে মতি চমকায় । উষ্ণতা যে কখন চেটে চেটে চলে যায়, সেটা বোঝার কোন উপায় থাকেনা ।
এ বেলায় এসে ভাবি, “সময়” কখন বয়সকে চেটে চলে গেছে সেই শিশির বিন্দুর মত ।
অথচ প্রেম তুমি এখনো মাধবী লতার মতো আমাকে জড়িয়ে আছো নিঃশব্দে নীরবে ।
দুর্দান্ত কবিতাটি।
কবিতা পড়ুণ কবিতাকে ভালবাসুন
ধন্যবাদ আপনাকে