তোমাতেই সৃষ্টি, তোমাতেই ধ্বংস,
তুমিই জগৎ মাতা।
তোমায় নিয়েই যুদ্ধকল্প
তোমায় নিয়েই শান্তির সুরা সুর।
তুমি গড়া, তুমি ভাঙ্গা,
তুমিই সবের মূল।
তুমি মাতা,তুমি ব্যশ্যা,
তুমিই দয়াময়ী
প্রেমিকেক প্রেমময়ী
তুমি যে নানা রূপি
তুমিই দেবী, তুমি অসুরী
তুমিই আদি শক্তি
সবের মূলে তুমিই নারী
হে নারী! হে নারী!
তুমি যে নানা রূপি।