সংসার কর্মে মায়াজালে
বন্দী জীবন মনে,
খাঁচার পাখি বাহির হলে
আনন্দ পায় ক্ষণে।
সমাজ শক্তি অর্ধেক নারী
বৃথা যে হয় নষ্ট,
চাপা শক্তি গোপন মনে
হয় যে পথ ভ্রষ্ট।
মূল্য গহীন নারী স্বাধীন
অগ্রগতির লক্ষ্যে,
দেশের স্বার্থে আসে তারা
দৃঢ়চেতা বক্ষে।
সঠিক পথে পা বাড়ালে
উজ্জ্বল মুকুট দেশে,
মান বাড়িয়ে প্রতি ক্ষেত্রে
সাজায় নতুন বেশে।
নারী পুরুষ সমান শক্তি
চললে দেশের পথে,
বিজয় ধ্বনি উঠবে বেজে
দেবতাদের রথে।
*****