আমি নারী!
আমি নাকি,সবতেই বাড়াবাড়ি।
আমার চলা।
আমার বলা।
আমার হাসি।
যত সব বদ অভ্যাস..
বদলাও তাড়াতাড়ি।
আমি নারী!
আমি ছলনাময়ী,দুশ্চরিত্রা,
উৎসৃঙ্খল,অহংকারী।
কারণ..
আমি প্রতিবাদী নারী।
আমি নারী!
আমি গর্ভধারিণী,সহ্যকারিনি,
শিক্ষিত পরিশ্রমী।।
তবে কেন?
কেন এই মৌনতা?
পিষেচলি দিনরাত,
নিয়মেতে বাঁধা হাত
আজ ও বড় অসহায়,
আমি নারী!!