জাগো নারী, ওঠো জেগে
বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে।
হাঁটো নারী অগ্রজদের পথে
আলোকবর্তিকা যাদের হাতে।
ফয়জুন্নেছা, ডরোথি, কিংবা ম্যারি কুরি
যাদের নাম ছড়ানো আছে বিশ্বজুরি
ফাতিমা আল্ ফিরহি অথবা লিসামাইটনার,
শত-সহস্র খ্যাতি আছে যার।
চলো নারী অধিকার আছে সবার।
এগিয়ে যাও শক্তি সাহস আর সম্ভাবনায়
তুমি আত্মবিশ্বাস নিয়ে আগাও দৃঢ়তায়।
সময় হয়ে গেছে পিঠ ঠেকেছে দেয়ালে
অনেক তো মাথা নোয়ালে- কী পেলে?
জাগো নারী সমতালে কিংবা একধাপ আগে।
স্ফুলিঙ্গ থেকেই সৃষ্টি হয় প্রলয়ংকরী দাবানলের।
তুমি পর্বত জয়ী, তুমি রনাঙ্গণ জয়ী-
তুমি গৃহ লক্ষ্মী, তুমি যে মমতাময়ী।
দুর্বলতা ঘুচিয়ে দাড়াও সটান হয়ে
সারাবিশ্ব কুর্ণিশ করবে তোমার জয়ে।
প্রতিভাবান, বুদ্ধিদীপ্ত, বিদুষী নারী
তুমি জ্ঞানী, তুমি মানী, তুমি খামারী।
তুমি নেই কোথায়? তুমি পর্বতে
তুমি অন্তরীক্ষে, তুমি অলিম্পিয়াডে।
এগিয়ে নিয়ে যাও এ ধরাকে উন্নত সোপানে
যায়গা করে নাও, অভিনয় করে নয়,
প্রতিবাদী হয়ে করো নষ্ট সমাজের ক্ষয়।
তুমি ধর্ষকদের করো নিপাত, যায় জাত যাক,
তোমার নারীত্বের বিনিময়ে হাজার নারী নিরাপদ থাক।
আজ হতেই শুরু হোক অন্যায়ের প্রতি অগ্নুৎপাত।