Skip to content

রহস্যময়ী রূপসী বেশে কোমল কঠোরে নারী,
শাস্ত্র নাই কোন আটকায় তারে সঙ্গীত লহরী।
জলের মত এঁকে বেঁকে কোমল কঠোরে নারী,
অসীম গগণে কখনো রঙ ধনু কখনো কঠিন পর্ব্ত;
কখনো পূর্ণিমার চাঁদ, কখনো রাত্রির অচেনা পথ !
নারী আটকায় কিসে ?
শুন্য যেমন অধরা , দিগন্ত পেরিয়ে রাজাসন !
নারী তেমনই মধুভরা কল্পিত পুস্প কানন
কখনো চিতার অনল ,এ নারীর বেশ ভূষণ !
এমন কোন তন্ত্র মন্ত্র নাই আটকায় তারে,
কখনো ভালবাসার জাল ছিড়ে
কখনো বুকে আগলে ধরে
সে এক রহস্যে ঘেরায় রচিত নারীর কবিতা !
পৃথিবীর যত গল্প –কবিতা- উপন্যাস সবি তা ।
নারী আটকায় কিসে ?
এমন কোন কারগার নাই আটকায় তারে,
যদি সে আপনায় বন্দী না হয় প্রেমের কারগারে।
নারী এক স্বর্গিয় রাজাসন,
নারী এক নরকের অগ্রাসন।
তবু কি সংশয় , জিজ্ঞাসা তোমারে ?
নারী আটকায় নারীর ফাঁদে এ সংসারে।
রহস্যময়ী রূপসী বেশে কোমল কঠোরে নারী,
শাস্ত্র নাই কোন আটকায় তারে সঙ্গীত লহরী।
—————————————–

মন্তব্য করুন