Skip to content

নারীর কথা – নীহারিকা সাহা

যতই তোমায় জটিল করে ভাবি
সহজ হয়ে সামনে তুমি আস
নিজের বুকে হাত রেখে আজ বলো
নিজেকে কি একটুও ভালোবাসো ?

খানিক সময় দিলে সন্তানেরে ,
খানিক সময় সন্তানেরই বাবার;
দায়িত্বরাও সময় নিয়ে নিলো ,
তোমার সময় হারিয়ে গেল আবার!

তোমার জীবন ভাগ হয়ে যে গেছে
ভাগ করনি তুমি তাও জানি;
কন্যা, স্ত্রী, মাতা রূপে সেরা
নারীরূপ হলে অভিমানী!

তবু যখন সকল কিছু ভুলে,
সামনে খোলা আকাশটাকে ডাকো,
লোভী থাবা আচল টেনে ধরে,
ডানা তোমার মেলা হয় নাকো!

জীবন তোমার সিদ্ধান্তটা সবার!
নিজের জন্য ভেবেছ কিছু ?
ভাবতে ভাবতে ভাবনা হবে সারা
শাসন তোমার ছাড়বে নাতো পিছু !

অনুশাসনের ভাঙা যাতাকলে
দমবন্ধ হল যে আজ নারীর ;
হায়!তবু সেই আওয়াজ ই ফোঁসে,
ঢাকো নারী ঢাকো তোমার শরীর।

মন্তব্য করুন