বীরের মতো ছিলে তুমি
শরীফ উসমান হাদী,
তোমার নিথর দেহ দেখে
আজকে আমরা কাঁদি।
কৃতজ্ঞ আজ তোমার তরে
ধন্য হল ধরা,
জানি সবাই নব বাংলা
তোমার হাতে গড়া।
ইতিহাসের পাতায় পাতায়
অম্লান হয়ে রবে,
বাংলাদেশের ধূলিকণা
তোমার কথা কবে।
স্বৈরাচারীর শিকলবেড়ি
ভেঙে তুমি দিলে,
দেশ বিরোধী শত্রুর জন্যে
রাজপথেতে ছিলে।
নব বাংলার বীর বিপ্লবী
স্বৈরাচারীর ভীতি,
দেশ বিরোধী শত্রুর দমন
ছিল তোমার নীতি।
রাজপথেতে ছিলে জানি
উসমান হাদী তুমি,
তোমার বজ্রকণ্ঠের তরে
ধন্য বাংলা ভূমি।
নব স্বাধীন বাংলার তরে
ছিলে বীরের মতো,
তোমার জন্যে দেশের শত্রু
কাঁপতো ভয়ে তত।