Skip to content

নবিতা – আহমেত কামাল

নবতি
আহমেত কামাল

দেহ,, দেহ,, খেলে উড়ে যাচ্ছে
নতুনত্বে,

সারা শরীর জুড়ে ইটগাঁথা ব্যথা। বসে আছে
ছায়া পেতে।

ফুরিয়ে যাওয়া আয়ুর মতো তলিয়ে গেছে কথা।

কাচে লেখা
ষোড়শী মুখ।

পর্দা সরে গেলেই
কথা বলে হাওয়া’রা।

জানালা বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু দুঃখ!

মন্তব্য করুন