Skip to content

নতুনের জয়গান – সুবীর ভট্টাচার্য্য

চলকে পড়া এক ঝলক হার না মানা প্রত্যয়,
ছড়িয়ে পড়ল শিরায় উপশিরায়,
এক একটা ঝটকায়, ভাঙতে লাগল
আজন্ম লালিত সামাজিক বন্ধনীগুলো।
টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল
বস্তাপচা বিধি নিষেধের প্রতিরোধ।
কূয়োর ব‍্যাঙদের অহমিকায়
তখন সারি সারি বুলডোজারদের আনাগোনা।

সমাজপতিদের মুষ্টিমেয় প্রতিরোধ,
তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগলো।
নতুনের লঙ্খধ্বনিতে মুখরিত প্রাণ মন
আন্দোলিত হতে লাগলো, চিরনবীনের আহ্বানে,
আকাশে বাতাসে তখন মহামিলনের চিরবসন্ত।
সূর্যমুখীরা সোনালী রোদ্দুর মেখে যারপরনাই তৃপ্ত,
সিদ্ধিলাভের পূজারীদের, মনকেমনের উপলক্ষগুলো
দূরত্ব বাড়িয়ে বিলীন হতে লাগলো নিঃসীম নিরালোকে।

পালাদলের সঙ্কল্পে
স্থবির ইন্দ্রিয়গুলোয় নতুন প্রাণের সঞ্চার,
আজই তো নতুন করে শপথ নেবার দিন,
সবাই যে বাঁচতে চায়, একান্ত নিজস্বতায়।
নাছোড়বান্দা আশাবাদীরা
বহুযুগের বঞ্চিত আকাঙ্খাগুলো নিয়ে,
বাঁধ ভাঙা উল্লাসের সাথে, হাতে হাত মিলিয়ে,
মিছিলে গলা মেলালো, নতুন জীবনের জয়গানে।

মন্তব্য করুন