Skip to content

নকল দাঁত  (লিমেরিক – রম্য) – মোঃ ইব্রাহিম হোসেন

নকল দাঁত  (লিমেরিক – রম্য)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০১-২০২৪ ইং

আমার দাদুর বয়স আশি মাংস পোলাও খাবে,
দাঁত লাগাবে মুখের ভেতর কোথায় সে দাঁত পাবে?
গলা ধরে যুক্তি দিলাম দাদু
নকল দাঁতেও তাক লাগানো যাদু
তাই দাদু ভাই জিদ ধরেছে  ডাক্তারখানা যাবে।

মন্তব্য করুন