Skip to content

ধর্ষিতা-রাকিব হাসান ইমতিয়াজ

নারীর শরীর জুড়ে, কেবল কি তুমি কামনার ঢেউ খেলা দেখো?
এলোমেলো চুল টোল পরা হাসি, আর কোমল দেহে কি শুধুই উত্তেজনা খুঁজো?
শাড়ির আবৃত অঙ্গ বাদে,বাকি স্পষ্ট ফর্সা অঙ্গে তোমার কিসের লালসা?
নারী কি শুধুই উত্তেজনার কিছুটা সময় তোমার কাছে নাম মাত্র ভালোবাসা?

না,তাহলে ভুল-
তোমার কাছে নারী মানে হয়তো,রোবটের মতো যন্ত্র;
না তাহলে ভুল,পুরুষের খোরাক জোগাতে নারীরা জন্মায়নি-
নারী তো জন্মায় তোমাদের মতো পুরুষ কে কিয়ামত পর্যন্ত জন্ম দিতে।

তুমি নারীর যেই স্তনের প্রতি, অকথ্য ভাষায় বিবরণ তুলে ধরো!
একসময় সেই স্তন’ই ছিলো তোমার বাঁচার একমাত্র ভরসা-
নারীর প্রতিটি অঙ্গে, তোমার শিশুকাল খেলা করেছিলো পবিত্র ভঙ্গিমায়।
প্রাপ্য মর্যাদা দিতে না পারলে-
অসম্মান করার অধিকার কে দিলো তোমায়?

তোমার বুকে নিশ্চিন্তে ঘুমানো শিশুটি তোমার মেয়ে-
পাশেই হাতের নাগালে,ভালোবাসার প্রিয় মানুষটি তোমার স্ত্রী!
ঘরের বিপরীতে আরেকটি বিছানায় ঘুমিয়ে থাকা নারী,তোমার আদরের বোন।
অন্যদিকে তোমার জন্য না ঘুমিয়ে তাহাজ্জুদে কান্না করা নারীটি তোমার মা।

তবুও কেন রাস্তায় কোন নারীকে দেখলে,তোমার পুরুষাঙ্গ উত্তেজিত হয়?
ঐ নারীও তো কারো স্ত্রী, কারো বোন, নয়তো আবার মা!
কেন তবে এই স্বভাব এই আচরণ এই পশুর মতো বর্বরতা?
কেন তবে তোমার-আমার বোনের নামের শেষে যোগ হয় ধর্ষিতা?

মন্তব্য করুন