ধরো, যদি আর কখনো, ফিরে না আসি,
এ পৃথিবীতে ।
এ মায়াবী রাত, এই জোছনা ,
সেই প্রথম চাঁদ দেখতে না পাওয়ার ক্লেশ ।
ক্ষিতির এই দেওয়া-নেওয়া সব মিটিয়ে ,
ধরো, যদি যাই চলে ।
সব সম্পর্ক, সব মায়া ছিন্ন করে ।
নিয়মমতো ফুটবে ফুল, ডাকবে কোকিল ডালে ,
ছোট্ট সেই ধ্রুবতারা তখনো জ্বলবে আকাশে ।
ধরো, যদি আর কখনো, কোনো এক বাদল রাতে ,
না পাও আমায় , বিষন্ন মনখারাপে ,
এ ধরিত্রীর মাঝে ।
তখন কি মনে পড়বে আমায় ?
নাকি শুধুই একটু, হতাশা আর গ্লানি নিয়ে ,
অস্ত যাওয়া সূর্যের মতো, রইবে নিরবে নিঃশব্দে ?
ধরো, যদি আর কখনো, হটাৎ ,
কোনো এক গভীর রাতে ,
বন্ধ হয় এই রুদ্ধশ্বাস ।
সব স্মৃতি নিমেষেই, চোখ বুজে ,
শেষ হয়ে যেতে না পারার ক্লেশ ।
আর কিছুক্ষণ বাঁচার আশা ।
সেই কঠোর,নির্মম প্রশ্বাসের কাছে ,
হেরে যাওয়ার গ্লানি ।
কাটিয়ে উঠতে না পেরে ,
মায়া, অনুভূতি ত্যাগ করে ।
ধরো, যদি আর কখনো, ফিরে না আসি,
এ পৃথিবীতে ,
এ পৃথিবীতে ।