Skip to content

দৌড়:–(চন্দ্রিমা গুপ্ত)

যন্ত্রণা বয়ে অদম্য বুকে
ছুটছে সমানে বন্ধুর পথে
প্রতিযোগিতার প্রচ্ছদপটে–
প্রতিষ্ঠাকে লক্ষ্যে রেখে
ছুটছে দেশের নানা প্রান্তে
কেউ বা বিদেশে একা পরে
প্রিয়জন থেকে বহুদূরে,
বিক্ষুব্ধ মন,শূণ্যে মুষ্টি
অক্লান্ত ছোটা একা মনে!
ভবিতব‍্য ওরা,ওরাই আগামী
অনিশ্চয়তা বাধা ওদের–

কেউ পাশে নেই বন্ধু হয়ে
পথ চলাতে একা ওরা
প্রচেষ্টার শিরোনামে।
জীবন গল্পে অদল বদলেও
হয় নি সুরাহা কোনভাবে
কি হবে ওদের ভবিতব‍্য
অজানাই তবু ছুটতে হবেই!
মানব মনটা বোবা কান্নায়
অবিশ্রান্ত জীবন ছুটে–

মন্তব্য করুন