ভোরের পাখি দোয়েল পাখি,
শিশ দিয়ে যায় থাকি থাকি।
পাতার আড়ে লুকিয়ে থাকি,
খোকা কি ওরা দেখছে নাকি?
মাটির বুকে ছবি আঁকি,
মায়ের ভাষায় আঁকি-বুকি।
দোয়েল পাখি—
আমাদের এই জাতির পাখি।
—
ভোরের পাখি দোয়েল পাখি,
শিশ দিয়ে যায় থাকি থাকি।
পাতার আড়ে লুকিয়ে থাকি,
খোকা কি ওরা দেখছে নাকি?
মাটির বুকে ছবি আঁকি,
মায়ের ভাষায় আঁকি-বুকি।
দোয়েল পাখি—
আমাদের এই জাতির পাখি।
—