Skip to content

দৈনিক পাঁচ ওয়াক্ত

ফজর ভোরে আযান হলে
নামাজ পড়ে নিবে,
নামাজ শেষে কর্মের মধ্যে
মনটা তবেই দিবে।

কর্মের থেকে আসবে ফিরে
যোহরের ওই আগে,
আযান ধ্বনি কানে এলেই
মনটা যেনো জাগে।

বিকাল হলেই পূব দিগন্তে
সূর্য যখন হেলে,
আসর নামাজ পড়ে নিবে
কাজটা তবে ফেলে।

সূর্য মামার লালচে আভায়
মাগরিব চলে আসে ,
নামাজ পড়ে মুসলিম সবে
মন খুশিতে হাসে।

ঘুটঘুটে ওই আঁধার নামে
ঈশার অক্ত হবে,
প্রথম রাতে নামাজ পড়ে
ঘুমিয়ে যায় সবে।

বিশ্ব মুসলিম নামাজ পড়ে
দৈনিক পাঁচ অক্ত,
হালাল হারাম মেনেই চলে
ঈমান করে শক্ত।

মন্তব্য করুন