Skip to content

দেবী বিসর্জন

দেবী বিসর্জন
—-
রমেন মজুমদার ১৫/০৯/২৩

আসিছে বঙ্গের ভূমে দেবী উমাবতী
দিন কয়, মুত্তি-মাটি পূজ্যাণে আরতি-
করিবে ভক্তে। বিস্মৃতির জলে,সপিবে;
তোমা হেরি দেবী;ফেলি অশ্রু হিত সবে।।

মনোরূপ-পদ্ম যিনি তুলিতে আঁকিল,
সেই কী স্রষ্টার রাজ? প্রাণ নাহি দিল;
বিসর্জ্জিবে ভূ-ভারত বঙ্গ যত দূর-!
মনঃ-পদ্ম ফোটে সে পূজা,হৃদে ভক্তের।।

শ্রী পঞ্চমীতে শুরু যে–সমাপ্তি নবমী;
দশ-দিশি পূর্ণকাল,পদ্মরাগে জ্যোতিঃ
লুটাইবে জলকেলী,অশ্রু ফেলে নমি!
কী কাজ মাটিতে লুটে পূজ্যের বসতি।।

শিল্পের শৈল্পিক সৃজন মা’ তব পদে…
কষ্টবারি ফেলি শেষে!ভাঙা-মন-হৃদে।।
— সমাপ্ত।

মন্তব্য করুন