Skip to content

দেখা হবে – মোঃ আনোয়ার হোসেন চৌধুরী

দেখা হবে আর একবার,
জানিনা কবে, কোথায়, কখন,
তবে দেখা হবে আবার।
হয়তো ভাঙ্গা সময়ের পাড়ে,
কিংবা যাপিত পাপের আহারে,
নিজের সব বারন ভুলে-
শৈশবের অভাবে।
দেখা হব অবশ্যই,
বাকিটুকু দেখার স্বভাবে।

একটাই আকাশ,
নিচেই আমরা দাঁড়িয়ে।
ভিন্ন সময়ের স্রোতে ভেসে যাই,
অকালের ব্যাকুলতা বাড়িয়ে।
এখানেও রাতের পরে ভোর আসে,
সূর্য উঁকি দেয়, সোনা রঙ্গে হাসে।
দুপুরের আলস্যে, অন্য মনস্ক হয়-
আমাদের টুকরো টুকরো গল্প।
রেডিওতে বাজে Erik Satie – Gnossienne No.1
গোধুলীর ফাঁকে মনে পড়ে,
কফির মগে অপেক্ষা ভরে,
দাড় কাকটির দীর্ঘ দিনের-
শহুরে জল্প কল্প,
হোক না দেখা অল্প।

তোমার হাত ধরে হেটেছি কিনা-
মনে নেই।
মনে নেই কতটুকু ছুঁয়ে ছিলাম।
কতটুকু ফেলেছি, আর-
কতটুকু ভেবেছিলাম।
মনে আছে,
ছিলে শুধুই পাশে।
মধ্যরাতে অন্ধকার প্রশ্বাসে,
লুকিয়ে হতো দেখা।
সুনসান নিয়নের পাহাড়ায়-
অচেনা ভাগ্য রেখা।
পাশাপাশি বসে ছুঁয়ে থাকা উষ্ণতা,
চুরি করেই মিলিয়ে যেত,
দুরের তাঁরাদের দেশে।
হোক না দেখা আরেকবার,
অনেক কিছু বলার বাকি।
বলবো বলে কত কিছুই তুলে রাখি।

পালিয়ে ছিলাম সেই কবে,
ভেসে ভেসে ঝরেছি,
মেঘেদের সাথে আড়ালে।
ভিজিয়ে শহর আপন করেছি।
অশ্রু গড়িয়ে আমার পথে,
কেনো না এসে দাড়ালে?
পারস্য নদীর বান ডেকেছো দুচোখে,
ছেড়েছো আমায় তবুও সুখে,
ডুবে থেকেছো জনম জনম,
কবর দিয়েছো দিনগুলোকে-
অন্তরিন কোন দুঃখে।
যতই বলো-
যতই বলি,
সেই পাঠ গিয়েছে চুকে…
দেখা হবে আবার,
শুকনো রাতের শুকনো প্রেমে,
আমাদের শুকনো এই বুকে।
দেখা হবে আবার,
ভালোবাসায় ধুঁকে ধুঁকে।

জুন ৪, ২০২৪
মন্ট্রিয়াল, ক্যানাডা।

মন্তব্য করুন