ম্যাঁও ম্যাঁও করে কাঁদে,
ঘুমভাঙা এক বিড়ালছানা —
মা নেই তার পাশে কোথাও,
চোখে ভাসে দুধের পানা।
একটু দিলে দুধের পানা,
চাপচাপিয়ে চাটে।
লেজটি নেড়ে ছটফট করে,
পেটে ক্ষুধার জ্বালে কাঁটে।
ছোট্ট মুখে বড় অভিমান,
পৃথিবীটা বড়ো নির্দয়।
মায়ার টানে গলে যায় মন,
চোখে নামে কুয়াশা স্বয়ং।