Skip to content

দুঃখের প্রহর

বহু প্রতিক্ষার পরে সেই তুমি এলে
সুগন্ধ ভরা কোন পুষ্প হাতে নয়
নয় জোছনা ভরা পূর্নিমার চাঁদ হয়ে
এসেছিলে অতি সাধারণ রমনীর ভেসে
শুধু মুখে ছিল মোনালীসার মত হাসি
সে হাসির রহস্য ভেদিয়া চেয়েছিলাম
সুখের পাহাড় গড়তে
সুখের পাহাড় আমি ঠিকই গড়েছি
জানা ছিল না পাহাড় অনেক উচু হলে
মেঘ তখন নিকটে আসে
তোমার ভালবাসায় আমি সাগর হতে চাইনি
দুঃখের গর্জনে সাগর ফুলে ফুপে উঠে
হতে চাইনি আমি বিহঙ্গ যে
অতি সুখে উড়ে উড়ে নীড়কে যাবো ভুলে
পাহাড় সমান ভালবাসা দিয়ে আজ
মেঘকে করেছি বুকে ধারণ
চোখকে করেছি ঝর্ণার ঢল
বুককে করেছি আগ্নেও গীড়ি

মন্তব্য করুন