উন্নয়নের স্রোতে ভেসে
যাচ্ছে স্বদেশ নগর এবং গ্রাম
উন্নয়নে লুটছে আহার
কুটছে সম্ভ্রম, তিন পুরুষের নাম !
বেহাল মানুষ মাতাল বাজার
সিন্ডিকেটের মুকুট রাজার
ভাই বেরাদার
তাদের শুধু শিল্পবান্ধব
সরকার এবার
ঠেলছে পায়ে ঘাম।
ধুত্তুরি ছাই যা বলতে চাই
উন্নয়নের এই রোশনাই
রাখবে লোকে করে খোদাই
ইতিহাসের সোনার পাতায়
ছিঁড়ে গায়ের চাম্ !
গরীব শুধু গরীব হবে
ধনী শুধু ধন কুড়াবে
যুগের শবে
উত্তরসূরি জাদুঘরে
ঢালবে থু থু
চটি খুলে দিয়ে যাবে দাম !