গুণের গুণী দাতা জ্ঞানী করে সৃজন
রেখে যায় তা ভুবন,
প্রজন্ম তা পড়ে পড়ে জ্ঞানী হয়ে
করে তাকে সরণ।
দাতা জ্ঞানী মরেও সে বেঁচে থাকে
ভুবন লোকালয়ে,
বই পত্রিকা মানুষ গুগল স্কুল বাঁকে
স্মৃতির পাতা হয়ে।
গুণের গুণী দাতা জ্ঞানী করে সৃজন
রেখে যায় তা ভুবন,
প্রজন্ম তা পড়ে পড়ে জ্ঞানী হয়ে
করে তাকে সরণ।
দাতা জ্ঞানী মরেও সে বেঁচে থাকে
ভুবন লোকালয়ে,
বই পত্রিকা মানুষ গুগল স্কুল বাঁকে
স্মৃতির পাতা হয়ে।