Skip to content

দাওয়াত

এ.এস.এম সোহেল ভূঁইয়া।

এই দুনিয়ার ফিকির ছেড়ে
আল্লাহ জিকির ধরো,
আমল করো নামাজ পড়ো
হালাল তালাস করো।
আল-কুরআনের ছাঁচে গড়ো
ক্ষণিক জীবন ধারা,
কাল হাসরে নাইরে নাজাত
নূরের নবি ছাড়া।
আমল দিয়ে জীবন গড়ো
বাঁচো তুষ্ট মনে,
শান্তি সুখের পরশ মাখো
করো সালাম জনে।
নেকীর পাল্লা করো ভারী
দূরুদ পড়ো বেশি,
কাল জামানা আমল নেবে
ভাববে না কোন দেশী।
আল্লাহ,আল্লাহ জিকির করো
দরুদ নূরের নবীর,
দো-জাহানের বাদশা হবে
রইলো দোয়া কবির।

মন্তব্য করুন