Skip to content

দহন- ইফফাত আরা ঐশী

আমি বিশুদ্ধ মনের অধিকারী হতে চেয়েছি,
আমার মন কেন বিশুদ্ধ হতে পারেনি?
আমার হৃদয় কেন নিকষ কালো অন্ধকারে হারিয়ে গেছে?
মনের কাছে প্রশ্ন করি, নিজেকে আড়ালে রেখে কী উপলব্ধি করেছি?

মা বলেছিলো তুই অল্পেই কেন ভেঙে পড়িস,
জীবনকে বুঝার চেষ্টা কর‌।
চাইলেই কী আমি তোমার মতো হতে পারব,
চাইলেই কী দুঃখ ভুলে প্রকৃত মানুষ হতে পারব?
জানো মা,”আমি অল্পতেই বড্ড কষ্ট পাই।”
আমি কি পারবো তোমার মতোন করে সংগ্রাম করতে?
বেলা ফুরোবার আগেই যদি সবকিছু শেষ হয়ে যায়!

আমার স্বপ্ন গুলো কখনো বাস্তবায়ন হবে না।
আমি কোনো মহিয়সী নারী নই,
নামে মাত্র পরিচয়, আমি একজন মানুষ।

আমার নাকি কষ্ট থাকতে নেই,
আমার নাকি দুঃখ পেতে নেই,
কারণ আমি মেয়ে।
আমারও কষ্ট অনুভব হয়,
আমারও চোখে জল আসে,
আমারও অভিমান জন্মে।

আমাকে নিয়মের অধীনে বাঁধতে চেয়েছিল,
আমি তো নিয়মের বেড়াজালে আবদ্ধ হতে পারিনি,
আমি কোন বিপ্লবী কথা বলতে পারি না,
আমি নিজেকে নিয়ে ব্যস্ত, বড়ই অদ্ভুত!
আমি নিয়মের বাঁধনে নিজেকে বাঁধতে পারি নি, কারণ আমি বড্ড অগোছালো।

আমি কোন প্রতিবাদী মেয়ে নই, কারণ আমি একজন সাধারণ মানুষ।
আমি মানুষ হতে পারিনি, কারণ আমার মধ্যে বিনয়ীর সুর প্রতিধ্বনিত হয় না।
আমি কোন বই প্রেমী নই, কারণ আমার শব্দভান্ডারে শব্দের মাধুর্যতা নেই।

হাওয়ায় মিলিয়ে গেছে সবকিছু,
কাউকে আপন ভেবে নিজের সাথে যুদ্ধ করেছি বহুবার।
কষ্টের দহনে পুড়ে গেছে অনুভূতি গুলো,
বারবার আমি থমকে গেছি শত কষ্টের নোনাজলে।
আজ যদি আমি নাই বা থাকি সবকিছু নিভে যাবে নিমিষেই।
আজ ও প্রতিক্ষায় থাকি নতুন কোন সম্ভাবনার।

আমার অভিধানে হয়তো শব্দের প্রতিবাদ হয় না,
আমার অভিধানে হয়তো মায়া নামক অনুভূতি নেই।

মন্তব্য করুন