Skip to content

দশের মাঝে গুনীর বাস — শাহ্ আলম আল মুজাহিদ

দশের মাঝে গুনীর বাস,
ধৈর্য্য হারালে হয় সর্বনাশ।
ঝগড়া-ঝাঁটি করো না ভাই,
বন্ধুর সাথে বেধে যায় ঠাঁই।

যে বেশি জানে, সে চুপ থাকে,
গল্প শোনায় সবার চোখে চোখে।
রাগ করলে সবাই ডরে,
খেলতে চায় না, দূরে সরে।

গুনীর কথা বুঝে নাও,
ভালো থাকো, হাসি ছড়াও।

Tags:

মন্তব্য করুন