Skip to content

“দখল শোষণের বিরুদ্ধে”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

আশ্রিত হয়ে বসতি গড়ে
দখলে নিলো দেশ,
পশ্চিমা ঐ দালাল গোষ্ঠী
পক্ষ নিছে বেশ।

নিজের দেশের স্বাধীন ভূমি
রক্ষা করতে তাই,
অস্ত্র হাতে যুদ্ধে নেমে
ছুটছে আমার ভাই।

বিশ্ব মাঝে সন্ত্রাস করে
ধরছে কত ভন,
সাধুর মতো কথা বলে
শান্তি বার্তায় পন।

নির্বিচারে মানুষ মেরে
লুটপাটে যার হাত,
ধনী রাষ্ট্র ফকির করে
পায় না মানুষ ভাত।

দাদাগিরি বন্ধ হবে
একটু সবুর কর,
মুক্তিকামির দাপটে তোর
ভাঙবে ত্রাসের ঘর।

মন্তব্য করুন