দিনকাল যা পড়ছে এখন থাকি ভয়ে ভয়ে
ভয়ে ভয়ে থেকে আমার জীবন যাচ্ছে ক্ষয়ে
আমার আকাশ সিঁদুর মেঘে কখন গেছে ভরে
ঘর পোড়া গরুর মতোই যাই যে আমি মরে ।
খাদ্য নিয়ে সজ্জা নিয়ে হিংসা রাজ্যে রাজ্যে
মারো মারো কাটো কাটো সাজে কেউ সাজছে
পাল্টে গেছে সময় এখন সন্দেহ ভরা দৃষ্টি
রে রে করে তেড়ে আসে ঘটায় অনাসৃষ্টি।
কিন্তু আগে এখানেতে থাকতো ভায়ের মতো
পবনপুত্রের উৎপাতে যে দুরবস্থা যত
করে তাড়া বেড়ায় তারা যেন হলো হন্যে
সুযোগ বুঝে কামড়ে দেবে পেলে কোন কন্যে ।
যতদিন না হবে এরা স্বদেশ থেকে উৎখাত
ততদিন না চলবে এদের বাঁদরামি আর উৎপাত ।