এখানে সূর্য শীতল,
তুষার অববাহিকায়।
ভুল করে জ্বলে জ্বলে,
প্রিয় ছলে বলে-
চুক্তিবদ্ধ উষ্ণতা ছড়ায়।
উঁচু নিচু তুষারাদ্রি,
সরল দিগন্ত রেখা ভেঙে ফেলে।
সহসা চমকে গেলে-
ধবল মরুর মরিচিকায়,
আলোর ফাঁকি বেলা অবেলায়,
চোরা প্রেমিকের মতো।
উঁকি দেয়া মনের সাধ-
মরে গিয়ে বেঁচে যায়,
আরো জন্ম দিয়ে শত শত।
এখানে বাতাস বাজে চেলোর তারে।
মূর্ছনায় বয়ে যায়-
ঠান্ডা অবয়বে,
প্রসূন ছাঁচ গলে গলে-
পরাগায়ন ক্রিস্টাল তীক্ষ্ণতায়।
সূচালো সুক্ষ জমাট ফলায়-
বিচ্ছিন্ন দিবাকালিন তারা ফোটে,
চোখের শোভা বাড়ায়।
মনের গভিরে বেড়ে চলে-
স্বচ্ছ আকাশের উদারতা।
আর, এক কাপ গরম কফির তীব্রতা।
আসক্তি ছেড়ে ধোঁয়া চলে যায়,
উড়ে উড়ে বহু দূরে,
মিশে যায় শুষ্ক বনের ছায়ায়,
নেকড়ে ডাকা ক্ষিপ্রতায়।
এখানে দাঁড়কাকের ডানা ধরে সন্ধ্যা নামে।
গোধূলির রঙ প্রাচীন ও সঙ্গিহীন।
ল্যাম্পপোস্ট গুলো একঘেয়ে,
আলোর পেছনে ভাবনা অন্তরীণ।
ধবধবে সাদা নদী অসংখ্য শাখা নিয়ে,
এফোঁড় ওফোঁড় করে গেছে-
শান্ত এই শরটারে।
কোথায় বয়ে গেছে কেউ জানে না।
শুধু এখানে তুষার অববাহিকায়,
অসাড় ঘুমন্ত বীথিকায়,
প্রিয় ছলে বলে,
বরফের মতো-
শান্ত করেছে মনটারে।
———————–
৩১ জানুয়ারি, ২০২৫
থম্পসন সিটি, ম্যানিটোবা।
ক্যানাডা।