Skip to content

তোমার আঁখি – সাইলা পারভেজ

(১)
কি বলবো তোমায়….
তোমার ঐ আঁখি পানে,
আমি যতবার চাই,
সব দুঃখ ভুলে যাই ।
তোমার স্নিগ্ধতায় ব্যাকুল হৃদয়,
উত্তাল তটিনী আজ বৃষ্টি চায় ।
ওগো চঞ্চলা, ওগো চপলা ,
এ হৃদয় আর বোঝে না ছলনা ।
মায়াবি সেই হাসির ,
রেশ আর কাটেনা ।
নিষ্পলক দু-নয়ন আমার ,
এ যাতনা সয় না ।
(২)
প্রিয়া, কি বলবো তোমায়….
তোমার নিস্তব্ধ ঐ আঁখি,
আমায় আজ কাব্য শোনায় ।
ওগো চঞ্চলা, তোমার উজ্বল নয়ন,
জ্যোৎসনার আলোকেও হার মানায় ।
তোমার আঁখির মাধুর্যতায়,
আমায় প্রতিচ্ছবি দেখায়,
আমায় স্বর্গরাজ্যে পৌঁছায় ।

মন্তব্য করুন