Skip to content

তেমন কিছুই নয়

তেমন বড় কিছু নয়
ঝোপঝাড়ের যেমন হয় জংলিফুল

সেদিনের ঝড়ে সব ফুল হলুদ পাতার মতন আত্মাহুতি দিল

হৃদয়ের ভার সেদিন বেশি
তাই বসেছিলাম শ্যাওলার গভীরে যেন জল

তেমন কিছুই নয়
চুম্বনের মতন হাত তোমার
ছুঁয়ে অতুলনীয় ভালোবাসায়
তুচ্ছকেও এমন বুঝি
তবে আগের জানা সমস্তই কি ভুল

মন্তব্য করুন