Skip to content

তেতো নয়-শুভশ্রী রায়

সকাল সকাল কে যেন বলেছে,
মিষ্টি করে কিছু কথাবার্তা হোক।
চা-কফিতে চিনি নাই বা খেলাম
তাই বলে কী আমি তেতো লোক!

সকাল বলেই সব মিষ্টি এমনও নয়
এই তো কাক ডাকছে কত কর্কশ,
মিঠে আওয়াজ কানে কম আসুক
মেজাজটা তিক্ততার হয় না যেন বশ!

মন্তব্য করুন