Skip to content

তৃতীয় চোখ – জামাল ভড়

জ্বলছে আগুন পাশের বাড়ি
দামাল হাওয়ায় ছড়িয়ে পড়ে আগুন চারিদিকে
পুড়ছে ধানের গোলা , পুড়ছে সবজি ক্ষেত
ঙর পালিয়ে মানুষগুলো ফুঁপিয়ে কান্না থামা
ধরিয়ে বিড়ি আগুনকাঠি ছুড়েছে বুঝি কেউ
গোধরা কাঁদে , দিল্লি কাঁদে , কাঁদে করিমের বৌ
পাটের গুদাম জ্বলছে এখন , জ্বলছে আলুর ক্ষেত
গ্যাসের ডিপোয় আগুন লেগে চারিদিকে বিস্ফোরণ
জ্বলছে চিতা , পুড়ছে পাখি , ভালোবাসার মন
তুঁষের আগুন ধিকিধিকি , বাড়ছে এখন ধোঁয়া
ইমারতের পলেস্তারা পড়ছে খসে ,
ভাঙছে ছাদের চাঙ , ঘুমের মানুষ হত
অতুলের পোয়াতি বৌ ছুটিতে গিয়ে
আছাড় খেয়ে গর্ভপাত
জ্বলছে আগুন ক্ষুধার জ্বালায় , পুড়ছে পেটের নাড়ি
জ্বলছে আগুন যায়না দেখা ,, চারিদিকে খুঁজি
তৃতীয় চোখে দেখতে পেলাম
জ্বলছে এখন দেশ ।

মন্তব্য করুন