Skip to content

তুমি-ফরহাদুল ইসলাম মোহন

তুমি আমার সরব কন্ঠে অবাক নিরবতা
ব্যক্ত সব কথামালায় অব্যক্ত সাতকথা।
আমার ফুরিয়ে যাওয়া ভস্মস্তূপে তুমি অবশেষ
আমার দিবস কাটে তোমায় ভেবে,চক্ষু অনিমেষ!

১১-০৮-২৪

মন্তব্য করুন