Skip to content

তুমি -নীরদ সিনহা

তুমি নিয়ে এসেছিলে জীবনে ছন্দ/
কোন বিস্মৃত অতীতে/
আকাশমনির তলায় গঙ্গায় ছায়া-পাতে/
এখনো খুঁজে ফিরি তোমার রূপ,রস,গন্ধ। /
পার হয়ে গেছে বছর অনেকগুলি/
কী করে হায় ভুলি দিন সেই সব?/
অন্ধের যষ্টির মতো তাল ঠুকে চলি/
সেই সব দিন কি আর হইবে বাস্তব? /

তীর্থের কাকের মতোই শুধু বসে থাকা /
হয়তো বা রয়ে যাবে জীবন পথচলা ফাঁকা/
নয়তো স্ফুলিঙ্গের মতো বাস্তবে জ্বলে উঠবি/
অনাগত দিনের ছায়াময় সব ছবি। /
এভাবেই কাটিয়ে দিতে চাই বাকী দিনগুলি/
তুমি যদি পাশে থাকো রয়ে নিরিবিলি। /

মন্তব্য করুন