Skip to content

তুমি চাই : মল্লিকা রায়

আমার একটা তুমি চাই
ঠিক তুমি,ঐ মুখ, মায়াভোলা চোখ
আমার সব আছে তবু কিচ্ছু নাই
আমার একটা মানুষ চাই
ভাবনাগুলো জড়িয়ে রাখার মতো
সঁপে দেবার মত,জলে হাওয়ায়
ফলিয়ে তোলার মত
একটা তুমি চাই।

আমি অনর্গল দুলে উঠতে চাই
জুড়তে চাই
মরতে চাই,বাঁচতে চাই,হাসতে চাই
বাসতে চাই
আমার একটা তুমি চাই।
পৃথিবীর সমস্ত গাছ হলুদ হবার আগে
আকাশ কালো নির্জনতায়
ছেয়ে ফেলার আগে
হৃদয়ের গ্রন্থিগুলো অচল হয়ে
মুখ থুবড়ে পরার আগে
শীথিলতায় ডুবে যাবার আগে
একটা তুমি চাই।

আমি বাড়তে বাড়তে পৌঁছে যাব শৃঙ্গে
নামতে নামতে গড়িয়ে যাবো মোহনায়
হাসতে হাসতে ছুঁয়ে যাবো পৃথিবী অঞ্চল
ভাসতে ভাসতে জুড়ে যাবো ছন্দে
আমার একটা তুমি চাই
তুমি চাই নিথর হবার আগে
ভস্ম হবার আগে,মুছে যাবার আগে

আমার একটা তুমি চাই
তুমি চাই – একটা তুমি চাই

1 thought on “তুমি চাই : মল্লিকা রায়”

মন্তব্য করুন