Skip to content

তুমি চলে গেলে

তুমি চলে যাবে না ফেরার দেশে
দিবা-রাত্র আমার ব্যার্থতা ভুলে
শিরায় উপশিরায় তবু বয়ে যায় রক্ত,
আমাদের প্রেম মহাশূন্যে হবে বিলীন
মাথায় আমার নিউরনে মহাপ্রলয়
মৃতদেহ আমার সামনে শায়িত
ফুলে ফুলে ঢাকা প্রেম অব্যক্ত!

আমি দুহাতে এতদিন জড়িয়েছি তোমায়
চুম্বনে চুম্বনে ভরিয়েছি তোমার ঠোঁট
সস্তার কাপড়ে ঢেকেছি তোমার লজ্জা
সাজি ভরে এনে দিয়েছি বকুল,
বিদায় বেলায় দুচোখ মুছে
ছলনায় দুরে ঠেলেছি দুঃখ কে!

তুমি চলে গেলে না ফেরার দেশে
নিয়ে গেলে একরাশ না-পাওয়ার যন্ত্রণা
নতমস্তকে দাঁড়িয়ে আছি আমি
বুকের মাঝে ক্রমাগত বাজে তোমার কান্না
ক্রমশ হারিয়ে যাই তোমার মাঝে
ফিরে যাই অতীতের সেই মালা-বদলের রাতে।।
******

মন্তব্য করুন