Skip to content

তুমি এলে বাদল দিনে

সেইদিন এসেছিলে বৃষ্টিতে
দাড়িয়ে ছিলাম আমি দুয়ারে।
দেখছি অপলক দৃষ্টিতে,
দেখছি অপলক তোমারে।

সেদিনের সেই সৃষ্টি,বেধেছিল আমার দৃষ্টি
ঝড়া বকুল গিয়েছিল ভেসে জোয়ারে।
বৃষ্টি এসে ছুঁয়েছে তোমায় বারবার
বলেছে কি আমার কথা চুপিসারে?

ভেবেছি তোমায় নীরবে নিভৃতে,
শুধু যখনই পড়েছে দৃষ্টি, কি অপরূপ সৃষ্টি-
অপলক দৃষ্টিতে চেয়ে
দেখেছি অপলক তোমারে।

মন্তব্য করুন