তুমি –
ঠোঁটের উষ্ণতা – অনুভব করেছিলে কখনো?
কাঁঠ ফাটা রোদে – তৃষ্ণার ক্লান্ত ভুমিতে ঘেমে্ছো কখনো?
ললনা – রসনা – প্রজ্ঞা তিন নাড়ি মিলে এক নারী,
এক নারীতে ত্রিবেনী ;
বিষাক্ত কবির স্পর্শে শীতল স্নায়ুযুদ্ধ – চৌচির ত্রিবেনীর ঘাট ;
ত্রিবেণীর ঘাটের জোয়ারে ভেসেছো কখনো?
যে লিপ্ত পিপাসা অনুভূতি দেয় ; সামান্য দেহের উত্তাপ ছড়ায়,
আজ তার দেহের পচন ধরবে, নিঃশেষ হবে এই ধরনীতে।
তুই –
মৃত্যুর অম্লজানের শেষ নিঃশ্বাসে – তোকে গ্রহন করবো ;
তবুও তোর মায়াবী চেহারায় – আমাকে বেঁধে রাখিস না।
আমি তোর প্রেমিক পুরুষ হবো – তবুও পিছুটান দিস না।
তোর প্রণয়ের ঝিঙে ফুল হবো – তবুও বিষাক্ত চুমুতে আটকিয়ে ফেলিস না।
তুমি এবং তুই ______ মারুফ সরকার মুন্না