Skip to content

তুমি-আমি-ফরহাদুল ইসলাম মোহন

দুঃখের মতো সুখের ছোঁয়ায় একটু আসো তুমি
নাহয় দুঃখই নেবো তোমায় ভেবে, তবুও তুমি-আমি!
বৃষ্টির মতো স্মৃতির হাওয়ায় দেখা দিও তুমি
নাহয় কষ্টমুড়া স্মৃতিই নেবো,তবুও তুমি-আমি!
১১-০৮-২৪

মন্তব্য করুন