Skip to content

তুমি

আমি কেমন যেন তুমি হয়ে গেছি।
আমার দিনগুলি তুমি হয়ে গেছো।
আমার স্বপ্নগুলো ও শুধু তোমায় নিয়ে।
আমার ব্যস্ততা, আমার বিভোর হওয়া, আমার পাগলামি সব তোমাকে ঘিরে।
আমার শরীরের গন্ধটাও কেমন পাল্টে গেছে।
তুমি তুমি হয়ে গেছে ।
আমার নিশ্বাস পর্যন্ত তোমার সাথে মিশে গেছে।
আমার হৃৎস্পন্দন ও শুধু তোমার নামে আসে।
আমার চোখে শুধু তোমার ছবিই ভাসে।
আমার সবকিছুতেই এখন তুমি।
তুমি তুমি শুধুই তুমি।

মন্তব্য করুন