Skip to content

তুই নিষিদ্ধ তুই কথা কইস না – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান

তুই নিষিদ্ধ, তুই কথা কইস না
তুই অন্য, তুই ভিন্ন
তুই সত্য বলিস, তাই
তুই ভয়ংকর

তুই নারী, তুই কথা কইস না
তুই মুখ খুললেই
তোর বিপদ, তোর মৃত্যু
তুই চুপ থাকলেই ভালো

তুই লেখক, তুই কথা কইস না
তুই সমাজের মুখোশ তুলে ধরলে
তুই বিপ্লবী, তুই দুঃস্বপ্ন
তুই চুপ থাকলেই ভালো

তুই সত্যবাদী, তুই কথা কইস না
তুই সমাজের মিথ্যাচারে আঘাত হানলে
তুই বিপজ্জনক, তুই শত্রু
তুই চুপ থাকলেই ভালো

কিন্তু তুই চুপ থাকবে না
তুই কথা বলতেই হবে
তুই সত্য বলতেই হবে
তুই সমাজের অন্ধকারে আলো জ্বালাতেই হবে

তুই নিষিদ্ধ, তুই ভিন্ন, তুই নারী
তুই লেখক, তুই সত্যবাদী
কিন্তু তুই সাহসী, তুই দৃঢ়প্রতিজ্ঞ
তুই কথা বলতেই হবে

(তসলিমা নাসরিনকে উৎসর্গ)
তুই নিষিদ্ধ তুই কথা কইস না – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য

2 thoughts on “তুই নিষিদ্ধ তুই কথা কইস না – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান”

মন্তব্য করুন