দাঁড়িয়ে আছি মায়া ধরে,
ক্ষুধার্ত সময় আছড়ে পরে,
ছবিহিন সময়ের কথা-
বলছি শোন তবে।
অস্তাচলে সূর্য গেলো-
গোধূলি ফেলে সবে।
যে ছবি চোখে রাখা,
আঁকা হয়নি তার পাখা,
ক্যাম্নে উড়বে ভবে?
সন্ধ্যায় যে প্রার্থনা করো,
অন্তরে যার ভাষা ধরো,
তুমি কি তার হবে?
দেবতা সে, পতি সে,
ডাকো যদি ঢেউ ভাঙা তীরে,
চাইবে সে ফিরে-
নিশ্চয়ই নিয়ে যাবে তোমায়,
মেঘের ওপারে কুয়াশার নিড়ে।
শিশিরে জমা নোলকের ফুলে,
জাত মান সব ভুলে,
কেশবীথিতে রক্ত জবা মেখে-
পদ্ম মালায় কন্ঠ রেখে,
ঘোর লাগা স্বপ্ন ফিরে ফিরে,
সে আছে তোমাকেই ঘিরে।
আজ যেমনি গোধূলির ঠিক আগে,
তার কথা রাত্রির মতো জাগে,
আছো তো তেমনি যেমনি ছিলে,
সকাল, বিকেল প্রার্থনায় ভাগে ভাগে।
প্রভাতে নরম ছোয়ায় আছো,
দুপুরের আলস্যে আছো,
বিকেলে কফির ধোঁয়ায় আছো,
আছো তো সেই।
আমি আছি যেনো পুরোটা জুড়ে,
যেখানেই যাই ফিরবো ঘুরে ঘুরে,
তোমাতে ছাড়া-
আমার হারানোর জায়গা নেই।
১৪ নভেম্বর, ২০২৪
মন্ট্রিয়াল, ক্যানাডা।