Skip to content

তারাদের মুখ ঢাকা আকাশে

তারাদের মুখ ঢাকা আকাশে,
কভু জ্বলে কভু নিভে আলো তার।
তারাদের চোখ নেই মিষ্টি;
জানি না তো আছে কি বা প্রাণ তার!

নীরবতা। ভালো বাসা নেই আশা,
তবু শুধু চেয়ে দেখা তারাদের, মেঘে ভাসা।
ভেঙ্গে দিয়ে বেড়াজাল মিষ্টি সে স্বপ্নের মায়াজাল;
ভালো বাসা বুক তার নেই তবু, বেসামাল।

তারাদের মুখ ঢাকা আকাশে,
তোমার তো আছে মুখ, তবু কেন মুখ নেই; ফ্যাকাশে!
হৃদয়ে বাজে না কি কিংঙ্কিনি রিনিঝিনি মিষ্টি;
ভালো বাসা বাসিতে হোক শুভ দৃষ্টি।

আলো পেলে সূর্যের, ছড়ায় না আভা সে-
শুধু শুধু মিছে জ্বলে মিষ্টি সে আকাশে।
কালো রাত, মিশ কালো, রাশ ভারী ভারী মন;
জ্বলে চলে নিজ মনে, জ্বালাময় অনুক্ষণ।

চন্দ্রের জোছনায় নিরালায় খালি গায়,
মিষ্টি সে চুমা দেয় তার মনে এই মন।
আকাশের মিষ্টি সে দেওয়ালে,নিজ মন খেয়ালে;
বুক চাপা পাথরে, গন্ধ সে আতরের বুকখানা টন্ টন্।

তবুও তো চেয়ে থাকা, নই একা, নয় ফাঁকা;
আমি আছি তুমি আছ ভিন দেশে ভিন গাঁয়।
আকাশের ওপারে, আছ তুমি দিন রাত দুপুরে;
একদিন মিলবই, মিলবেই

তারাদের মুখ ঢাকা আকাশে,
মিষ্টি সে ভালো বাসা ভেসে যাক বাতাসে।
নাই মুখ, আছে বুক, বায়ু হয়ে ছুঁয়ে যাব; নেই দুখ-
এই আশা ভালো বাসা; এই সুখ, এই সুখ।

মন্তব্য করুন